টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ: শততম টেস্ট ক্যাপ পড়ল নাঈম


সকালের সময় : ৯ জানুয়ারি, ২০২২ ৮:০৬ : পূর্বাহ্ণ
ফিল্ডিং,বাংলাদেশ, টেস্ট,নাঈম
ছবি সংগৃহিত

খেলাধুলা ডেস্ক : নিউজিল্যান্ডের মাঠিতে প্রথম টেস্টে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে জয় পেলে গড়বে ইতিহাস। সেই লক্ষ্যেই রবিবার (৯ জানুয়ারি) ভোর ৪টায় ক্রাইস্টচার্চে টস জিতে ফিল্ডিং করছে মুমিনুল বাহিনী।

ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ। কুঁচকির চোটের কারণে একাদশে নেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

মুশফিকের জায়গা খেলছেন উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। অন্যদিকে চোটের কারণে নিউজিল্যান্ড সফর শেষ হয়ে যাওয়া ওপেনার মাহমুদুল হাসান জয় নেই।

জয়ের খেলা মোহাম্মদ নাঈমের শেখের অভিষেক হলো আজ। এ বাঁহাতি ওপেনারই পেয়েছেন বাংলাদেশের শততম টেস্ট ক্যাপ।

এদিকে প্রথম ম্যাচ হেরে এ টেস্টে একাদশে একটি পরিবর্তন এনেছে স্বাগতিক নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্রর জায়গায় খেলবেন ড্যারিল মিচেল।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়ং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটকিপার), ড্যারিল মিচেল, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page