জিনেদিন জিদানকে কি কোচ হিসেবে পাচ্ছেন মেসিরা


সকালের সময় : ৮ জানুয়ারি, ২০২২ ১২:২৬ : অপরাহ্ণ
জিনেদিন জিদান, কোচ,মেসি

খেলাধুলা ডেস্ক: পিএসজিতে ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানকে আনা হচ্ছে কোচ হিসেবে। বর্তমান কোচ মাউরিসিও পচেত্তিনোকে সরিয়ে দিতে যাচ্ছে পিএসজি। এমনটাই জানিয়েছেন ফ্রান্সের প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ড্যানিয়েল রায়োলা।

আরএমসির এই সাংবাদিকের মতে, পিএসজির সঙ্গে পচেত্তিনোর কথাবার্তা ঠিক হয়ে গেছে। এই মৌসুম শেষে পিএসজি ছাড়বেন আর্জেন্টাইন কোচ। এরপর পিএসজির দায়িত্ব নেবেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক জিদান।

পিএসজির ভেতরের এ খবর ফাঁস করা ছাড়াও এর আগে মেসির প্যারিসে আসার খবরও বিশ্ববাসীকে প্রথম জানিয়েছিলেন।

তবে এবার তার খবর যদি সত্য হয়, তাহলে আগামী মৌসুমেই মেসি-নেইমারদের কোচ হিসেবে দেখা যাবে রিয়ালকে চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক শিরোপা জেতানো জিদানকে।

জিদান আসার সম্ভাবনা থাকলেও আগামী মৌসুমে কিলিয়ান এমবাপ্পের প্যারিসে থাকা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাই জিদান তাকে (এমবাপ্পে) পান কি না সেটিও বড় প্রশ্ন।

তবে এমনও শোনা যাচ্ছে, এরই মধ্যে ফ্রি এজেন্ট হওয়া এমবাপ্পেকে ক্লাবে রেখে দেওয়ার জন্যই জিদানকে আনছে ফরাসি জায়ান্টরা।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page