চিলির মাটিতে দাপুটে জয় পেল মেসিবিহীন আর্জেন্টিনা


সকালের সময় : ২৮ জানুয়ারি, ২০২২ ১২:২১ : অপরাহ্ণ
চিলি,মেসিবিহীন, আর্জেন্টিনা

খেলাধুলা ডেস্ক : করোনা পজিটিভ হওয়ায় থাকতে পারছেন না কোচ লিওনেল স্ক্যালোনি ও তার সহকারী। দলে নেই লিওনেল মেসিও। দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ডি মারিয়া।

অধিনায়কত্বের আর্মব্যান্ডটা হাতে পড়েই চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে ২-১ গোলে হারিয়েছে ডি মারিয়ার দল আর্জেন্টিনা। আর সে সাথে আন্তর্জাতিক ফুটবলে টানা ২৮ ম্যাচ ধরে অপরাজিত থাকার তকমা ধরে রেখেছে কোপাজয়ী আর্জেন্টিনা।

চিলির মাঠে প্রথম গোলটি এসেছে ডি মারিয়ার পা থেকে। আরেকটি গোল করেছেন লাউতারো মার্টিনেজ। চিলির পক্ষে একমাত্র গোলটি এসেছে বেন ব্রেন্টনের পা থেকে।

মেসিকে ছাড়া খেলতে নেমে শুরুতে কিছুটা চাপেই ছিল আর্জেন্টিনা। বেশ কয়েকটি ফ্রি কিক পায় চিলি। কিন্তু নবম মিনিটে দলকে এগিয়ে দেন ডি মারিয়া। রদ্রিগো ডি পলের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে নেওয়া শটে গোল করেন তিনি।

ওই লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ২০তম মিনিটে স্বাগতিক চিলিকে সমতায় ফেরান বেন ব্রেন্টন দিয়াজ। মার্সেলিয়ানো নুয়েজের কাছ থেকে পাওয়া বলে দুরূহ কোন থেকে গোল করেন তিনি।

ম্যাচের ৩৪তম মিনিটে এসে আবার এগিয়ে যায় আর্জেন্টিনা। শুরুতে শট নিয়েছিলেন রদ্রিগো ডি পল। কিন্তু সেটা ঠেকিয়ে দেন গোলরক্ষক ক্লাদিও ব্রাভো। ফিরতি বল পেয়ে শটে গোল করেন মার্টিনেজ।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে চিলি। তবে ব্যবধান আর কমাতে পারেনি তারা। তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচটির দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। কাতার বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page