আরব আমিরাতকে হারিয়ে সুপার টুয়েলভে শ্রীলঙ্কা


স্পোর্টস ডেস্ক  ১৮ অক্টোবর, ২০২২ ৬:৪০ : অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে বড় জয় পেয়ে সুপার টুয়েলভে যাবার লড়াইয়ে ভালোভাবেই টিকে রইলো শ্রীলঙ্কা। তবে তার জন্য শেষ ম্যাচেও জিততে হবে আর চোখ রাখতে হবে রানরেটের দিকে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ভিক্টোরিয়ার সাউথ জিলংয়ে লঙ্কান বোলিং তোপে ১৫৩ তাড়া করতে নেমে ৩ ওভার বাকি থাকতে ৭৩ রানেই গুটিয়ে গেছে আরব আমিরাত। শ্রীলঙ্কা পেয়েছে ৭৯ রানের বিশাল জয়।

এদিন টসে জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাট করতে পাঠায় সংযুক্ত আরব আমিরাত। ৪.৪ ওভার স্থায়ী পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিসের উদ্বোধনী জুটি থেকে আসে ৪২ রান। ১৩ বলে ১৮ রান করে আউট হন কুশল। ৩য় উইকেট জুটিতে ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে ৫০ রানের জুটি গড়েন নিসাঙ্কা। ২১ বলে ৩৩ রান করে রান আউটে কাটা পড়েন ধনঞ্জয়া।

সংযুক্ত আরব আমিরাত ম্যাচে ফেরে কার্তিক মায়াপ্পানের করা ১৫ তম ওভারে। টানা তিন বলে ভানুকা রাজাপাকশে, চারিথ আসালাঙ্কা ও দাসুন শানাকাকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন তিনি। ২ উইকেটে ১১৭ থেকে ৫ উইকেটে ১১৭ এর দলে পরিণত হয় শ্রীলঙ্কা।

শেষ ওভারে আউট হওয়া পাথুম নিসাঙ্কার ব্যাটে চড়ে শ্রীলঙ্কা অবশ্য ১৫০ এর গন্ডি পার করে। ৬০ বলে ৬ চার ও ২ ছয়ে ৭৪ রান করেন নিসাঙ্কা। শ্রীলঙ্কা থামে ৮ উইকেটে ১৫২ রানে। সংযুক্ত আরব আমিরাতের পক্ষে ৩ উইকেট নেন কার্তিক মায়াপ্পান। ২ টি শিকার জহুর খানের। ১ টি করে পান আয়ান আফজাল খান ও আরিয়ান লাকরা।

জবাব দিতে নেমে শ্রীলঙ্কার বোলারদের সামনে অসহায় আত্মসমর্পন করে সংযুক্ত আরব আমিরাতের ব্যাটাররা। দুই অঙ্ক স্পর্শ করতে পারেন কেবল চিরাগ সুরি (১৪), আরিয়ান খান (১৯) ও জুনায়েদ সিদ্দিকী (১৮)।

১৭.১ ওভারে ৭৩ রানেই অলআউট হয় আরব আমিরাত। শ্রীলঙ্কা ম্যাচ জেতে ৭৯ রানের বড় ব্যবধানে।
শ্রীলঙ্কার পক্ষে ৩ টি করে উইকেট নেন দুশমান্থ চামিরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page