আফগানদের দাপুটে শ্রীলংকার পরাজয়


স্পোর্টস ডেস্ক  ২৮ আগস্ট, ২০২২ ১২:০৫ : পূর্বাহ্ণ

এশিয়া কাপ ২০২২ এর প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৮ উইকেটে হারিয়েছে আফগানিস্তান৷ ম্যাচটিতে দুর্দান্ত বোলিং করে লংকানদের মাত্র ১০৫ রানে বেঁধে ফেলেন আফগান বোলারররা। এরপর দাপুটে ব্যাটিংয়ে মাত্র ১০.১ ওভার খেলে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। এ ম্যাচ নিয়ে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলতে নামে আফগানিস্তান। আর দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা।

১০৬ রানের জবাবে খেলতে নেমে শুরুতেই ঝড় তোলেন আফগান ওপেনার হযরত উল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজ। গুরবাজ ১৮ বলে ৪০ রান করে আউট হলেও জাজাই ২৮ বলে ৩৭ রান করে অপরাজিত ছিলেন। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে শ্রীলংকা। ম্যাচের পুরোটাই ছিল আফগান বোলারদের দাপট। শেষ পর্যন্ত সেই দাপটের মুখে শ্রীলংকা ২ বল বাকি থাকতেই ১০৫ রান করে অলআউট হয়ে যায়।

ম্যাচের প্রথম ওভারের পঞ্চম বলে কুশাল মেন্ডিসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ফারুকি। পরের বলেই চারিথ আসালাঙ্কাকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। পরপর দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন ফারুকি। দ্বিতীয় ওভারের শেষ বলে পাথুম নিশাঙ্কাকে ফেরান নাভিন-উল হক।

তিন উইকেট হারানো এরপর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে শ্রীলংকা। কিন্তু অষ্টম ওভারে গুনাথিলাকাকে ফিরিয়ে আফগানদের খেলায় ফিরিয়ে আনেন মুজিব উর রহমান। এরপর দশম ওভারে হাসারাঙ্গাকেও ফেরান মুজিব উর রহমান। পরের ওভারেই শানাকাকে আউট করেন মোহাম্মদ নবি। ১২তম ওভারে রাজপাকশেকে রান আউট করেন মোহাম্মদ নবি। পরের বলেই রান আউট হন থিকসানা।

কয়েক বল পরে পাথিরানা আউট হয়ে গেলে মনে হচ্ছিল শ্রীলংকা বুঝি ১০০ রানের নিচে অলআউট হয়ে যাবে। তবে জুটিতে করুনারত্নের একক প্রচেষ্টায় শ্রীলংকার রান একশ পার হয়।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page