এপ্রিলেই শুরু হবে ৪০ তম বিসিএসের প্রিলিঃ পরীক্ষা


৭ জানুয়ারি, ২০১৯ ৮:১২ : অপরাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: আগামী এপ্রিল মাসে ৪০ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার সকালে সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। অতীতের সব রেকর্ড ভেঙেছে ৪০তম বিসিএস। এবার ৪০তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। কীভাবে এত প্রার্থীর পরীক্ষা নেয়া যায় সে জন্য পরিকল্পনা করছে পিএসসি।

এ বিষয়ে সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, এ বছরের এপ্রিল মাসের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এসএসসি ও এইচএসসি পরীক্ষা আছে। এর ফাঁকে কীভাবে পরীক্ষাটি সুষ্ঠুভাবে নেয়া যায় তার জন্য আমরা কাজ করছি।

পিএসসি সূত্র জানায়, ৩৭তম বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে নন-ক্যাডার নিয়োগ, ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ ও মৌখিক পরীক্ষার দিন নির্ধারণ, ৩৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করা এবং ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করা নিয়ে কাজ করছে পিএসসি। গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। এই বিসিএসে এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page