হযরত মুহাম্মদ (সা:)শুধু মুসলিমদের নন, গোটা বিশ্বের মানবতার প্রতীক: হিন্দু পণ্ডিত ত্রিপাঠী


১৯ নভেম্বর, ২০১৮ ৮:২০ : অপরাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. শুধু মুসলিমদেরই নন, তিনি গোটা বিশ্বের মানবতার প্রতীক বলে মন্তব্য করেছেন হিন্দু কবি ও পণ্ডিত রাম সাগর পৃথ্বিপাল ত্রিপাঠী মহাশয়। প্রখ্যাত সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবের জানা যায় এই হিন্দু পণ্ডিতের পরিবার রাম লীলা বিন্যাসের পৃষ্ঠপোষক শুধু তাই নয়, অযোধ্যার রাম মন্দিরের ট্রাস্টিও তিনি।

৬৮ বছর বয়সী ত্রিপাঠীর মতে, মুহাম্মদ সা. মানবতার প্রতীক, সম্প্রীতির প্রচারক। এই ত্রিপাঠীর মুম্বাইয়ের ফ্ল্যাটে নিজের অর্জিত বিভিন্ন পুরস্কারের পাশাপাশি রয়েছে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফ, সহ মুহাম্মদ সা. এর জীবনীগ্রন্থ। তাঁর বসার ঘরে বিশাল সোফার পিছনে রয়েছে কিছু জায়নামাজ, যেন তাঁর মুসলিম ভক্তরা এলে নামাজ পড়তে পারেন।

উল্লেখ্য, উত্তর প্রদেশের সুলনতাপুর জেলায় জন্ম নেয়া ত্রিপাঠীর কবি হয়ে ওঠা মোটেও সহজ ছিল না। এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেয়ার পর পরিবার চেয়েছিল যে তাদের ছেলে হবে সরকারি কর্মকর্তা। কিন্তু উর্দু কবি রঘুপতি সাহাই ফিরাকের প্রভাবে কবিজীবনই বেছে নেন সাগর ত্রিপাঠী। এই বিষয়ে ত্রিপাঠী বলেন, আমি নিজের মনের মধ্যে এক ধরনের শূন্যতা অনুভব করতাম, আমার সেই শূন্যতা ভরিয়ে দিয়েছে কবিতা।

সুত্রঃ টাইমস অব ইন্ডিয়ার

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page