মসজিদে হামলা ইসলামবিদ্বেষী ও বর্ণবাদিতার হামলা: প্রেসিডেন্ট এরদোগান


১৫ মার্চ, ২০১৯ ৩:৩০ : অপরাহ্ণ

সকালেরসময় ডেস্ক:: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আল্লাহ নিশ্চয়ই নিহতদের ক্ষমা করে দেন। আহতদের দ্রুত সুস্থ হওয়ার সহায়তা প্রয়োজন। এই হামলাকে ইসলামবিদ্বেষ ও বর্ণবাদিতার ঘৃণ্য নজির হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, এ ঘটনায় মুসলিম বিশ্বের পক্ষ থেকে নিউজিল্যান্ডের হতাহত নাগরিকদের প্রতি আমি শোক জানাচ্ছি। বার্তা সংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে, ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

এর আগে এ সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ মুসলিম বিশ্বের নেতারা ঘটনার নিন্দা জানিয়েছেন।
এদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান বলেছেন, ক্রাইস্টচার্চে যা ঘটেছে, সেটা সন্ত্রাসী হামলা। এখন পর্যন্ত আমরা যা জেনেছি, তাতে এটা পরিষ্কার যে, এ হামলা ছিল সুপরিকল্পিত। তিনি বলেন, হামলাকারীর গাড়িতে দুটি বিস্ফোরক ডিভাইস যুক্ত করা ছিল। তাদের কাছ থেকে অস্ত্র নিয়ে নেয়া হয়েছে।

ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে এলোপাতাড়ি গুলি চালিয়ে ৪৯ মুসল্লিকে হত্যা করেছেন অস্ট্রেলিয়ার এক শ্বেতাঙ্গ সন্ত্রাসী। এতে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, একটি আধা স্বয়ংক্রীয় শর্টগান ও রাইফেল দিয়ে সাউথ আইল্যান্ডে আল নুর মসজিদে অন্তত ৫০টি গুলি ছোড়েন ২৮ বছর বয়সী এই যুবক, যে নিজেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক বলে সামাজিক মাধ্যমে আগে জানিয়েছিলেন।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page