ব্রাজিলের কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৫৭


আমাদের বিশ্ব ৩০ জুলাই, ২০১৯ ৩:১৩ : অপরাহ্ণ

ব্রাজিলের একটি কারাগারে দাঙ্গার ঘটনায় কমপক্ষে ৫৭ জন নিহত হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে বিকেল পর্যন্ত পাঁচ ঘণ্টা ধরে সেখানে বন্দুকযুদ্ধ চলে। নপারা রাজ্যের একটি কারাগারে ওই দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়। ওই কারাগারে বেশ কিছু গ্যাং গড়ে উঠেছে। এরা প্রতি নিয়ত একে অন্যের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, দেশটির পার প্রদেশের আলতামিরা কারাগারে এই ঘটনা ঘটে। কারাগারের ভেতরের এক ভবনের কয়েদিরা অপর ভবনের কয়েদিদের ওপর ওই হামলা চালায়।

কারা কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, তারা কারাগারের অভ্যন্তরে অন্তত ১৬ জনের মাথাকাটা লাশ পেয়েছে। হতাহত অন্যদের বেশির ভাগই ধোয়া আচ্ছন্ন হয়ে মারা গেছে। ওই বন্দুকযুদ্ধের সময় কয়েদিদের একটি ভবনে আগুন জ্বলতে দেখা যায়।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জানায়, ২০০ বন্দী ধারণ ক্ষমতার ওই কারাগারটিতে বন্দীর সংখ্যা ছিল ৩১১ জন। প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় দাঙ্গা সম্পৃক্ত কয়েদিদের হাতে দুজন কারারক্ষী জিম্মি হয়েছিলেন। তবে পরে তাঁরা মুক্তি পান। তবে কী কারণে এই দাঙ্গার ঘটনা ঘটেছে তারা কারা কর্তৃপক্ষ পরিষ্কার করেননি।

এর আগে গত মে মাসে অ্যামাজনের মানাউস এলাকার চারটি কারাগারে একই দিনে সহিংসতার ঘটনায় ৪০ জন নিহত হয়। এর মাত্র একদিন আগেই ওই একই এলাকায় কারাগারে সহিংসতার ঘটনায় ১৫ জন নিহত হয়। এছাড়া ২০১৭ সালের জানুয়ারিতে বেশ কয়েকটি কারাগারে সহিংসতার ঘটনায় ১৩০ জন নিহত হয়।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page