ফের কাশ্মীর সীমান্তে গোলাগুলি, নিহত ভারতীয় ল্যান্স নায়েক!


আমাদের বিশ্ব ১৭ আগস্ট, ২০১৯ ৬:৪৫ : অপরাহ্ণ

কাশ্মীর নিয়ে চলমান উত্তেজনার মধ্যে সীমান্তে ফের সংঘর্ষে জড়িয়েছে ভারত-পাকিস্তান। শনিবার সকালে পাকিস্তানি সেনাদের গুলিতে এক সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ভারত। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, শনিবার রাজৌরি জেলার নওসেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা চালায় পাক সেনাবাহিনী।

ভারতীয় বাহিনীর দাবি, সকাল সাড়ে ৬টার দিকে সীমান্তের ওপার থেকে ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলিবর্ষণ করে পাক সেনারা। এ সময় মর্টাল শেল নিক্ষেপ করা হয়েছে বলেও ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

জবাবে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। নিহত সেনা সদস্য দেহরাদুনের বাসিন্দা ন্যান্সনায়েক সন্দীপ থাপা। অবশ্য, ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, শনিবার পাকিস্তান প্রথমে যুদ্ধবিরতি লঙ্ঘন করে। এর পাল্টা জবাব দিতে ভারতও গুলি চালিয়েছে। দু’পক্ষের মধ্যে এখনও গোলাগুলি চলছে।

ভারতের সশস্ত্র বাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) অস্ত্রবিরতি লঙ্ঘন করে শনিবার পাকিস্তানি সেনাবাহিনী গুলি ও মর্টার শেল ছুড়লে ভারতীয় সেনাবাহিনীর ল্যান্স নায়েক সন্দীপ থাপা (৩৫) গুরুতর আহত হয়। পরে মারা যায় সে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গুলি বিনিময় চলছে। তবে, এতে পাকিস্তানি সেনাবাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছেন কি-না, তা এখনো জানা যায়নি। এর আগে মাত্র দু’দিন আগেই দু’পক্ষের গোলাগুলিতে ভারতের পাঁচজন এবং পাকিস্তানের তিন সেনা নিহত হয়। বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবসের মধ্যেই দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সাম্প্রতিক সময়ে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মিরের বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত। তারপর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। এর উত্তাপ সীমান্তেও ছড়িয়ে পড়েছে।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page