ফের আফগানিস্তানে পা রাখল মার্কিন সৈন্যরা


সকালের-সময় বিশ্ব ডেস্ক  ১৪ আগস্ট, ২০২১ ৯:৫৫ : পূর্বাহ্ণ

আফগানিস্তানে অবস্থানরত মার্কিন দূতাবাসের কর্মী এবং নাগরিকদের ফিরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সৈন্যরা দেশটিতে পৌঁছেছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন দূতাবাসের কর্মীদের সরিয়ে নেয়ার জন্য যুক্তরাষ্ট্রের পাঠানো ৩ হাজার সৈন্যের প্রথম একটি দল কাবুলের কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে শুরু করেছে।

নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা সিবিএসকে জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাকি সৈন্যরাও আফগানিস্তানে পৌঁছাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

মার্কিন সেনাবাহিনী আফগানিস্তান থেকে চলে যাবার পর থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ শহর দখল করছে তালেবান। তাদের আক্রমণ ঠেকাতে না পেরে ভেঙে পড়ছে দেশটির নিরাপত্তা বাহিনী। ফলে আফগানিস্তানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মী এবং নাগরিকদের ফিরিয়ে নিতে এই পদক্ষেপ।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ