পাকিস্তানে সমাবেশে আইএসের হামলায়, নিহত বেড়ে ১৩০


১৪ জুলাই, ২০১৮ ৩:১৩ : পূর্বাহ্ণ

সকালেরসময় বিশ্ব ডেস্ক::  পাকিস্তানে নির্বাচনী সমাবেশে বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে। এ ঘটনায় আহত হয়েছে আর অন্তত ২শ’জন।

শুক্রবার (১৩ জুলাই) দেশটির বেলুচিস্তান প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী আঘা ওমর বুঙ্গালজাই আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেছেন, আগামী ২৫ জুলাইয়ের নির্বাচনকে ঘিরে প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে মস্তং শহরে সমাবেশে বোমা বিস্ফোরণ হয়েছে। এতে ১৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আর অন্তত ২শ’জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page