থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পদে লড়বেন মোহাম্মদ নুর


১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:১১ : অপরাহ্ণ

সকালেরসময় বিশ্ব ডেস্ক:: চলতি বছরের ২৪ মার্চ থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে দেশটির সাধারণ নির্বাচন। ২০১৪ সালের সামরিক অভ্যুত্থানের পর থাইল্যান্ডে এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। থাইল্যান্ডের আসন্ন জাতীয় নির্বাচনে লড়বেন দেশটির বর্ষীয়ান রাজনীতিক ওয়ান মোহাম্মদ নুর মাতহা। এর আগে তিনি থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন করেছেন একাধীক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে।

বুধবার প্রাচাচাত পার্টির হয়ে তিনি নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তার নির্বাচনী অঙ্গীকারের শীর্ষে রেখেছেন বিদ্রোহপ্রবণ দক্ষিণাঞ্চলের স্বায়ত্বশাসন। বৃহস্পতিবার ব্যাংকক পোস্ট এ খবর জানিয়েছে। সঙ্খালা প্রদেশের বিভিন্ন অঞ্চলের ৪০০ জন ইমামকে নিয়ে অনুষ্ঠিত এক সম্মেলনে মোহাম্মাদ নুর মাতহা বলেন, এটি আমার শেষ রাজনৈতিক যুদ্ধ। মালয়েশিয়ার ৯৩ বছর বয়সী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বয়স যদিও ৭০, তবু আমি শারীরীকভাবে ফিট রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য।

মাতহা বলেন, প্রাচাচাত এমন একটি দল যেখানে সব ধর্ম, বর্ণ ও গোত্রের লোকদের সম্মিলন হয়েছে। ‘আমি মুসলমান, আরেক শীর্ষ নেতা পল কল বৌদ্ধ, কেন্দ্রিয় গুরুত্বপূর্ণ নেতা নাহাতাই তিউপাইঙ্গাম খ্রিস্টান ধর্মের লোক। আমরা সব ধর্ম বর্ণের মানুষদের নিয়ে দেশ শাসন করতে চাই। নুর মাতহা বলেন, সংবিধান জনগণের বৃহত্তর স্বার্থের পক্ষে আমরা, যাতে জনগন তাদের নিজের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নিতে পারে। আমরা স্থানীয় প্রশাসনকে স্বায়ত্বশাসন দেয়ার অঙ্গীকার করছি।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page