এখন থেকে রেডিও, টেলিভিশনে আজান সম্প্রচার করবে নিউজিল্যান্ড: জাসিন্ডা


২০ মার্চ, ২০১৯ ২:৫৭ : অপরাহ্ণ

আমাদের বিশ্ব:: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নিহতদের শ্রদ্ধা জানাতে দেশটির রেডিও ও টেলিভিশনে আজান সম্প্রচার করা হবে। আগামী শুক্রবার ক্রাইস্টচার্চের মসজিদে হামলার এক সপ্তাহ পূরণ হবে। এই উপলক্ষে শুক্রবার নিহত মুসল্লিদের স্মরণে ও শ্রদ্ধা জানাতে দুই মিনিট নীরবতা পালন ও আজান সম্প্রচার করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বুধবার ক্রাইস্টচার্চের একটি স্কুল পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন। এছাড়া মঙ্গলবার জাসিন্ডা নিউজিল্যান্ডের পার্লামেন্টে এক বিশেষ অধিবেশনে বলেছেন, এ হামলাকারীকে ‘আইনের সর্বোচ্চ সাজা’ ভোগ করতে হবে।

তিনি আরো বলেন, তার এই সন্ত্রাসী কর্মকান্ডের পক্ষে সে অনেক কিছু ভাবতে পারে। কিন্তু সে কুখ্যাতি ছাড়া আর কিছুই পায়নি। তার এই জঘন্য কাজের জন্য আমি কখনোই তার নাম উচ্চারণ করব না। উল্লেখ্য, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গত শুক্রবার দুই মসজিদে ভয়াবহ হামলা চালায় ব্রেন্টন টারান্ট নামের এক শ্বেতাঙ্গ সন্ত্রাসী- জঙ্গী। ওই হামলায় ৫০ জন নিহত হয়।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page