উইঘুর মুসলিমদের মসজিদ ভাঙছে চীন সরকার, ধরা পড়ল স্যাটেলাইটে


৯ এপ্রিল, ২০১৯ ২:৪৯ : অপরাহ্ণ

আমাদের বিশ্ব চীন:: চীনের সংখ্যালঘু উইঘুর মুসলমানদের নির্যাতন নিয়ে সমালোচনার মধ্যেই এবার চীনের উইঘুর মুসলিম সম্প্রদায়ের মসজিদ ভাঙছে চীন সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মীদের পোস্ট করা স্যাটেলাইট ছবিতে এসব দেখা যায়। চীনা সরকার মুসলিম জিনজিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের ল্যান্ডমার্ক মসজিদের সুসংগতভাবে ধ্বংস করছে।

এদিকে এমন ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো তথাকথিত ‘পুনর্বাসন শিবিরে’সংখ্যালঘু উইঘুর মুসলমানদের নির্যাতন নিয়ে বেইজিংয়ের সমালোচনা করছে। দু’জন বিশিষ্ট কর্মীর পোস্ট করা টুইটারে দেখা যায়, জিনজিয়াংয়ের ল্যান্ডমার্কের অনন্ত দুটি মসজিদের চিত্র দেখা যায়, যেখানে মসজিদের আগের চিত্র ও পরের চিত্র দেয়া হয়েছে। এসব ছবি স্যাটেলাইট থেকে ধারণকৃত। এতে প্রমাণ হিসেবে ধ্বংসের আগের চিত্রের সঙ্গে পরের চিত্রের তুলনা দেখানো হয়।

ধ্বংসপ্রাপ্ত কেরিয়া আতিকিকা মসজিদ হোটান শহরে অবস্থিত। যেটি ৮০০ বছরের পুরনো। মসজিদটি ১২৩৭ সালে নির্মিত হয়েছিল। মসজিদটিকে ২০১৭ চীনা স্থাপত্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। একটি সূত্রের দাবি, কারগিলিক মসজিদটি ইতোমধ্যেই চীনা সরকার ভেঙে ফেলেছে। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে মানবাধিকার সংস্থা প্রতিবেদন অনুযায়ী, জিনজিয়াংয়ে মুসলিম উইঘুর সংখ্যালঘুদের ওপর চীনা সরকার পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ তোলা হয়।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page