ইরানের বিরুদ্ধে যৌথ-অভিযানের হুমকি দিল যুক্তরাষ্ট্র


সকালের-সময় রিপোর্ট  ৩ আগস্ট, ২০২১ ১১:৫৩ : পূর্বাহ্ণ

ওমান সাগরে ইসরাইলি তেহবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সোমবার ইরানকে ওই হুমকি দিয়েছেন।—খবর স্পুটনিকের

ব্লিনকেন বলেন, ওমান সাগরে ইসরাইলি তেহবাহী জাহাজে ইরান যে ড্রোন হামলা চালিয়েছে, তার যথেষ্ট প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে আছে। যুক্তরাজ্য, ইসরাইল, রোমানিয়া এবং আমাদের অন্য সহযোগীদের নিয়ে আলোচনা করে যৌথভাবে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তবে ইরান এ হামলায় সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছে।

এদিকে ওমান সাগরে ইসরাইলি তেহবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানকে দায়ী করায় সোমবার তেহরানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। এর আগে একই দিন যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে লন্ডন। সোমবার যুক্তরাজ্য ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি রাষ্ট্রদূতকে তলবের ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার ওমান সাগরে জাহাজে ওই হামলার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। যদিও এ অভিযোগ নাকচ করেছে তেহরান। ওই হামলায় একজন ব্রিটিশ ও একজন রোমানীয় নাবিক নিহত হন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ হামলার জন্য তেহরানকে দায়ী করে বলেছেন, ইরান যে কাজ করেছে, তার পরিণতি ভোগ করতে হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেন, নিজেদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে তেহরান দ্বিধা করবে না।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ