সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ভোট চেয়ে ফের রিট


নিউজ ডেস্ক  ২৭ ডিসেম্বর, ২০২৩ ১:১০ : অপরাহ্ণ

বর্তমান সংসদ ভেঙে পুনঃতফসিল দিয়ে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ভোট চেয়ে আবারও একটি রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল এই রিট করেন। রিটের পক্ষের আইনজীবী হলেন শিব্বির আহমেদ।

বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।

রিট আবেদনে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নিয়োগ দেয়ার নির্দেশনা চাওয়া হয়। ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

রিটে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ সচিব, মন্ত্রী পরিষদ সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বিবাদী করা হয়।

এর আগে গত ২০ ডিসেম্বর তাদের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয় হাইকোর্ট। বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ওইদিন রিটের পক্ষের আইনজীবী বলেছিলেন, নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ না পাঠিয়ে সরাসরি রিট দায়ের করায় হাইকোর্ট রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন। এ কারণে গত ২১ ডিসেম্বর নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এরপর আজ ফের রিট দায়ের করা হলো।

উল্লেখ্য, গত ৮ মে উচ্চ আদালতের নির্দেশে রাজনৈতিক দল হিসেবে ইসির নিবন্ধন পাওয়া দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ