সাংবাদিক নাদিম হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হবে–আইনমন্ত্রী


নিউজ ডেস্ক  ১৮ জুন, ২০২৩ ২:১১ : অপরাহ্ণ

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার তদন্ত শেষে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আমি এ মৃত্যুর জন্য গভীর দুঃখ প্রকাশ করছি। আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

রোববার (১৮ জুন) রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে সদ্য পদায়নকৃত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য আয়োজিত ‘১৫১তম রিফ্রেশার কোর্স’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, সমাজের প্রত্যেক অপরাধ গুরুত্বপূর্ণ। কিন্তু কিছু কিছু অপরাধ আছে যেগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। আমার মনে হয়, এ হত্যাকাণ্ডটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

আনিসুল হক বলেন, আপনাদের আশ্বস্ত করতে পারি, তদন্ত শেষে এই মামলা ন্যায় বিচার এবং সুষ্ঠু বিচারের জন্য দ্রুত সময়ে যেখানে নিয়ে যাওয়া উচিত সেখানেই নেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ