কাজী ফার্মস ও সাগুনাকে ৮ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা


নিউজ ডেস্ক  ১০ অক্টোবর, ২০২৩ ১২:৩০ : পূর্বাহ্ণ

কাজী ফার্মস লিমিটেডকে ৫ কোটি এবং সাগুনা ফুড অ্যান্ড ফিডস প্রাইভেট লিমিটেডকে ৩ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। ব্রয়লার মুরগির অস্বাভাবিক মূল্য বাড়ানো সংক্রান্ত দুটি মামলার রায়ে এ জরিমানা করেছে প্রতিযোগিতা কমিশন। সোমবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

ওই বিজ্ঞপ্তিতে আরো জানায়, কাজী ফার্মস লিমিটেড (মামলা নং ৪৫/২০২২) ও সাগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের (মামলা নং ৪৬/২০২২) বিরুদ্ধে দুটি মামলার রায় দেয়া হয়েছে। ২০১২ সালের প্রতিযোগিতা আইন এর ১৫ ধারা লঙ্ঘনের অপরাধে দুটি ফার্মকে এ জরিমানা করা হয়।

এর আগে ২০২২ সালে বাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকটের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।

ওই সময় কয়েকটি ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাও করে সংস্থাটি। অস্বাভাবিক দাম বাড়া পণ্যগুলোর মধ্যে ছিল চাল, আটা-ময়দা, ডিম, ব্রয়লার মুরগি, টয়লেট্রিজ, সাবান, সুগন্ধি সাবান, গুঁড়া সাবান ইত্যাদি।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ