৪ মাসের জন্য কমলো চালের আমদানি শুল্ক


নিজস্ব প্রতিবেদক ২৪ জুন, ২০২২ ৬:০৩ : অপরাহ্ণ

সরবরাহ বাড়াতে ও বাজারে স্থিতিশীলতা আনতে চালের আমদানি শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে। এর পাশাপাশি নিয়ন্ত্রকমূলক শুল্ক ২৫ থেকে ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। যা আগামী চার মাস কার্যকর থাকবে।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ-সংক্রান্ত আদেশ জারি করেছে। এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমদানিকারকরা ৬২ দশমিক ৫ শতাংশের পরিবর্তে এখন থেকে ২৫ শতাংশ আমদানি শুল্ক পরিশোধ করে আমদানি করতে পারবেন। এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মূল্য নিয়ন্ত্রণে রাখতে আমদানির সুবিধার্থে আমরা শুল্ক কমিয়েছি।

বন্যা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে চলতি বছর ধান আবাদে বড় ধরনের ক্ষতির আশঙ্কার মধ্যে বোরো মৌসুম চলাকালীন ধানের দাম বৃদ্ধির কারণে এই পদক্ষেপ নওয়া হয়েছে। চলমান বন্যা পরিস্থিতি এই উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। গত এক মাসে সব ধরনের শস্যের দাম বেড়েছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তৈরি বাজার মূল্যের তথ্য অনুসারে খুচরা বিক্রেতারা গতকাল প্রতি কেজি চিকন চাল ৬৪-৮০ টাকায় বিক্রি করেছে, যা এক মাস আগের তুলনায় ১৪ শতাংশ বেশি। টিসিবি তথ্য অনুসারে, মোটা চালের দাম এক মাস আগের তুলনায় গতকাল ৮.৬ শতাংশ বেড়ে প্রতি কেজি ৪৮ থেকে ৫৩ টাকায় বিক্রি হয়েছে।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page