১২ কেজি এলপিজির নতুন দাম ১ হাজার ২৪২ টাকা


নিউজ ডেস্ক  ৩ জুন, ২০২২ ১২:৫০ : পূর্বাহ্ণ

এলপিজির দাম প্রতি কেজিতে ৭ টাকা ২৩ পয়সা কমানো হয়েছে। সে হিসাবে ১২ কেজি সিলিন্ডারে ৯৩ টাকা কমিয়ে নতুন দাম ১ হাজার ২৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) অনলাইনে বিইআরসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করা হয়। নির্ধারিত দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর করা হবে।

জুন থেকে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয় ১০৩ টাকা ৫২ পয়সা; যা গত মাসে ছিল ১১১ টাকা ২৬ পয়সা। এদিকে জুন মাসের জন্য অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬২ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ৫৭ টাকা ৯১ পয়সা করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদি সিপি অনুসারে প্রোপেন এবং বিউটেনের দাম প্রতি টন যথাক্রমে ৮৫০ ডলার থেকে কমে ৭৫৯ ও ৮৬০ থেকে কমে ৭৫০ ডলার হয়েছে। প্রোপেন এবং বিউটেনের মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় জুন মাসের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page