বাণিজ্যের রাজধানী চট্টগ্রাম অর্থনীতির লাইফ লাইন: টিপু মুনশি


৬ মার্চ, ২০১৯ ৬:১৯ : অপরাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: সোয়া কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী কাজ করছেন উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাণিজ্যের রাজধানী চট্টগ্রাম অর্থনীতির লাইফ লাইন। কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। বুধবার (৬ মার্চ) বিকেলে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে ২৭তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার (সিআইটিএফ) -২০১৯ এন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নগরের পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী এ মেলা বসবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম চেম্বার শতবর্ষী সংগঠন। ১১৮ বছর হলো। চট্টগ্রামের গুরুত্ব অনেক ঊর্ধ্বে। ১২ আনা, ১৪ আনা ব্যবসা এখানে। সবচেয়ে বড় অফিসটা এখানে চলে আসা উচিত। চট্টগ্রাম আমাদের স্বপ্নের জায়গা। চট্টগ্রামকে প্রায়োরিটি দিতে হবে। চট্টগ্রামে যা আছে তাকে নার্সিং করতে হবে। ব্লু ইকোনমির ভবিষ্যৎ বিশাল। চট্টগ্রামকে ঘিরে ব্লু ইকোনমির কার্যক্রম শুরু করতে হবে। প্রধানমন্ত্রী টানেল খনন কাজের উদ্বোধন করতে এসেছিলেন।

চেম্বার সভাপতির বক্তব্যের সূত্র ধরে মন্ত্রী বলেন, আইপি ইস্যু ঢাকায় নিয়ে যাওয়ার যুক্তি নেই। অহেতুক করা হয়েছে। ব্যুরোক্রেটিক বাধা কাটাতে হবে যুক্তি দিয়ে। ১৩ টনের বাধা পরিবহন খাতকে অর্ধেক করে দিয়েছে। সারা দেশে ২০ টন হলে চট্টগ্রামে কেন হবে ১৩ টন। আপনাদের সাহায্য চাই সব কিছু জানার। ব্যবস্থা নেওয়া দরকার। ব্যবসায়ীরা বন্দরে স্ক্যানার চাইছেন সরকারের তরফে কেন নয়।

বন্দর বোর্ডে চট্টগ্রামের ব্যবসায়ীদের প্রতিনিধি রাখার উদ্যোগ নেওয়া হবে। আমি আপনাদের সব সমস্যা জানতে চাই, সমাধান করতে চাই। তিনি বলেন, শিপবিল্ডিং আরও ভালো হতে পারে। নজর দিতে হবে। চট্টগ্রাম চ্যাম্পিয়ন পর্যটনে। এ খাতে জোরেশোরে কাজ করতে হবে। তিনি বলেন, এ সরকার ব্যবসাবান্ধব। ব্যবসায়ীদের সমস্যা আমি ভালো বুঝি। জানি কোথায় কোথায় ব্যবসায়ীদের বাধা। আমরা চাই আরও বেশি বিনিয়োগ আসুক।

এর জন্য সুযোগ তৈরি করতে হবে। এ সরকারের সব মন্ত্রী কাজ শুরু করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মেলার চেয়ারম্যান ও চেম্বারের সিনিয়র সহ-সভাপতি নুরুন নেওয়াজ সেলিম।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page