ফের দাম বাড়লো এলপিজি গ্যাসের


নিউজ ডেস্ক  ৪ সেপ্টেম্বর, ২০২৩ ১:৩৭ : পূর্বাহ্ণ

দাম বেড়েছে ১২ কেজি তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। সেপ্টেম্বর মাসের জন্য দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৮৪ টাকা। একই সঙ্গে পরিবহনে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) দামও নির্ধারণ করা হয়েছে, প্রতি লিটার ৫৮ দশমিক ৮৭ টাকা।

নতুন দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। রাজধানীর কাওরান বাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন চেয়ারম্যান মো. নূরুল আমিন। এসময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান প্রমুখ।

গত আগস্ট মাসে ১২ কেজি এলপি গ্যাসের দর ছিল ১ হাজার ১৪০ টাকা। আর অটো গ্যাসের দাম ছিল প্রতি লিটার ৫২ দশমিক ১৭ টাকা।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page