এক মাসে সর্বোচ্চ রপ্তানি আয়ের মাইলফলক


সকালের সময় : ২ জানুয়ারি, ২০২২ ৯:০৫ : অপরাহ্ণ
রপ্তানি আয়ের, মাইলফলক

অর্থ-বাণিজ্য ডেস্ক : বাংলাদেশ ঘুরে দাঁড়াল রপ্তানি আয়ে। আজ রবিবার নতুন অর্থবছরের দ্বিতীয় দিনে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ খুশীর সংবাদটি দিল।

সর্বশেষ হালনাগাদ তথ্য বলছে, পোশাক শিল্পের ওপর ভর করে একক মাস হিসেবে রপ্তানি আয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। গেল ডিসেম্বরে ৪৮ দশমিক ২৭ শতাংশ রপ্তানি আয় বেড়েছে আগের বছরের একই মাসের তুলনায়।

তাছাড়া চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাস (জুলাই-ডিসেম্বর) রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৪১ শতাংশ বেড়েছে। এ সময়ে রপ্তানি আয় হয়েছে দুই হাজার ৪৬৯ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার, যা লক্ষ্যমাত্রার তুলনায় ১৫ দশমিক ১৫ শতাংশ বেশি।

রবিবার ইপিবি থেকে প্রকাশিত তথ্যে দেখা যায়, গত ডিসেম্বর মাসে ৪৯০ কোটি ৭৬ লাখ ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়। এ মাসে ৩৯১ কোটি ২০ লাখ ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল।

ঠিক এক বছর আগের ডিসেম্বর মাসে রপ্তানি হয়েছিল ৩৩০ কোটি ৯৮ লাখ ডলারের পণ্য। এর মানে হচ্ছে, গত ডিসেম্বরের রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে ২৫.৪৫ শতাংশ এবং আগের বছরের একই মাসের তুলনায় ৪৮.২৭ শতাংশ বেড়েছে।

কভিডের পর চলতি অর্থবছরের সেপ্টেম্বর মাস থেকেই ধারাবাহিকভাবে প্রবৃদ্ধির পথে হাঁটছে দেশের রপ্তানি খাত। সেই ধারাবাহিকতায় ডিসেম্বরেও অব্যাহত রয়েছে, যা সার্বিক রপ্তানিকে এগিয়ে দিয়েছে।

অর্থবছরের প্রথম মাস জুলাই শেষে রপ্তানিতে ১১.১৯ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি ছিল। আগস্টের একক মাসে ১৪.০২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। এর পর থেকে বাড়তে থাকে রপ্তানি।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page