বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে আবেদন শুরু হয়েছে। শুক্রবার এই পদে আবেদন শুরু হয়, যা চলবে আগামী আগামী ৪ নভেম্বর পর্যন্ত। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কতজন নেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
আগ্রহী প্রার্থীরা http://police.teletalk.com.bd ঠিকানায় প্রবেশ করে আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স ১৯ থেকে ২৭ বছর। পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। আবেদনকারীর ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেশ কয়েকটি ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ধাপগুলো হচ্ছে- ওয়েব বেজড প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, লিখিত, মনস্তাত্ত্বিক, কম্পিউটার দক্ষতা ও বুদ্ধিমত্তার যাচাই পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন ও মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন।
এসএস