

চট্টগ্রামে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে দমকা হাওয়ায় গাছের ঢাল ভেঙে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) বিকালে চট্টগ্রামের মিরসরাই ও সন্দ্বীপে এসব ঘটনা ঘটে।
সন্দ্বীপে গাছ ভেঙে মারা যাওয়া ব্যক্তির নাম আব্দুল ওহাব (৬৫)। তিনি উপজেলার মগধারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল লতিফের ছেলে।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিকালে ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে সন্দ্বীপে গাছ ভেঙে এক বয়স্ক মানুষ মারা গেছেন। তাকে আহত অবস্থায় সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বাংলা বলেন, নামাজ শেষে বাড়িতে ফেরার সময় গাছ ভেঙে সন্দ্বীপে একজন মারা গেছেন। এর বাইরে এ উপজেলায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিভিন্ন স্থানে গাছের ডাল ভেঙে পড়েছে। সেগুলো সরানোর কাজ চলছে।
অপরদিকে, মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় গাছ ভেঙে সিদরাতুল মুনতাহা আরিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মুনতাহা ওই এলাকার আনোয়ার হোসেন ভূঁইয়ার মেয়ে।
নিহতের চাচা মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ‘বিকালে ঘর থেকে বাইরে বের হলে বাতাসে একটি গাছ ভেঙে মুনতাহার ওপর পড়লে গুরুতর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসএস