টেকনাফ সীমান্তে গোলাগুলি–আতঙ্কে স্থানীয়রা


নিউজ ডেস্ক  ৩০ নভেম্বর, ২০২৩ ৯:২৫ : পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ সীমান্তের মিয়ানমারে ভারী গোলাগুলির শব্দ শুনা গেছে। এতে আতঙ্কের মধ্য রয়েছেন সীমান্তে বসবাসকারী বাংলাদেশিরা। বুধবার (২৯ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত টেকনাফের হ্নীলা এলাকায় নাফনদী সীমান্তে এলাকায় মিয়ানমার অংশে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

সীমান্তে বসবাসকারীদের ভাষ্য, বুধবার রাতে হ্নীলার ইউনিয়নের ওয়াব্রাং, মৌলভীবাজার, ফুলের ডেইল এলাকার নাফনদের সীমান্তে থেমে থেমে ভারী গুলিবর্ষণের বিকট শব্দ শুনতে পেয়েছেন তারা।

হৃীলার সীমান্তে বসবাসকারী স্থানীয় বাসিন্দা রাসেল হোসেন জানান, রাত থেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ভারী গুলিবর্ষণ হচ্ছে। গুলির শব্দ অনেক বেশি। মর্টারশেলের আওয়াজের মতো মনে হচ্ছে।

টেকনাফোর হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, আমার এলাকায় সীমান্তে রাতের আঁধারে ভারী গুলিবর্ষণের শব্দ পাওয়া যাচ্ছে। এতে তার এলাকা নাফনদের কাছাকাছি বসবাসকারী লোকজন আতঙ্কে রয়েছেন।

বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। কিন্তু গুলির শব্দ এত ভারী যে, মনে হচ্ছে বাড়ির সামনে পড়ছে। এ বিষয়ে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ডের (বিজিবি) পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page