রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের সাঁড়াশি অভিযানে দুই জঙ্গি আটক


কক্সবাজার প্রতিনিধি ২৩ জানুয়ারি, ২০২৩ ১০:৪৯ : পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নব্য জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ নেতাকে ধরতে সাঁড়াশি অভিযান চালিয়ে ২ জঙ্গিকে আটক করেছে র‍্যাব।

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর এবং তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব।

সোমবার (২৩ জানুয়ারি) ভোর থেকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৫ কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী বলেন, কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গিদের ধরতে সাঁড়াশি অভিযান চালায় র‍্যাব।

এ সময় উভয় পক্ষে গোলাগুলি হয়। পরে র‌্যাব ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক প্রধান রনবীর এবং তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সংবাদ সম্মেলন করবে র‍্যাব।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ