রাজশাহীর কাটাখালীর পৌরসভার মেয়র আব্বাস গ্রেফতার


সকালের সময় : ১ ডিসেম্বর, ২০২১ ১০:৫০ : পূর্বাহ্ণ
রাজশাহী, কাটাখালী, পৌরসভা, মেয়র আব্বাস, গ্রেফতার

রাজশাহী ডেস্ক : রাজশাহীর কাটাখালীর পৌরসভার মেয়র আব্বাস আলীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তাকে গ্রেফতার করা হয়। গণমাধ্যমে পাঠানো এক মেসেজে র‌্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান।

তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে বুধবার (১ ডিসেম্বর) ভোরে রাজধানীর ইশা খা হোটেল থেকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ২২ নভেম্বর দু’টি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই অডিও ক্লিপে বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে আপত্তিকর কথা বলতে শোনা যায় মেয়র আব্বাস আলীকে। রাজশাহী সিটি করপোরেশনের তিন কাউন্সিলর ডিজিটাল নিরাপত্তা আইনে নগরের তিন থানায় পৃথক তিনটি মামলা করেন।

পরে ২৬ নভেম্বর ফেসবুক লাইভে এসে তিনি তার আগের কথার বিপরীতে অবস্থান নেন। নিজের ভুল হয়েছে স্বীকার করে তিনি সবার কাছে সহানুভূতি চান।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ