শীতেও ত্বক থাকুক কোমল আর উজ্জ্বল


সকালের সময় : ১৫ ডিসেম্বর, ২০২১ ২:৪৭ : অপরাহ্ণ
শীতে, ত্বক,কোমল,উজ্জ্বল

লাইফস্টাইল ডেস্ক : কুয়াশার চাদর জড়িয়ে এসে গেছে শীত। প্রকৃতি যেন সেজেছে নতুন রূপে। তবে শীতকালে অল্পতেই শুষ্ক ও রুক্ষ হয়ে যায় ত্বক।

তাই এই সময়ে ত্বকের বাড়তি যত্ন চাই। এই শীতে ত্বক কোমল ও উজ্জ্বল রাখতে মেনে চলুন এসব নিয়ম-

মুখ ধোয়ার সময় খুব ঠাণ্ডা বা গরম পানি ব্যবহার করবেন না। কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন। এতে ত্বকের স্বাভাবিক তৈলাক্তভাব ও আর্দ্রতা কমবে না।

মুখের ত্বক উজ্জ্বল করতে লেবু ব্যবহার করা হয়। লেবুতে অ্যাসিড রয়েছে, যা ঠাণ্ডা ত্বককে শুষ্ক করে তোলে। তাই শীতকালে ত্বকে লেবু ব্যবহার না করাই ভালো।

শীতে চালের গুঁড়োর ফেস প্যাক ব্যবহার করবেন না। চালের গুঁড়োতে স্টার্চ থাকে, যা ত্বককে শুষ্ক করে তোলে। তাই শীতকালে চালের গুঁড়ো ব্যবহার করা উচিত নয়।

শীতে ঘন ঘন মুখ ধোয়া হলে ত্বক শুষ্ক হয়ে ওঠে। তাই এই সময় ঘন ঘন মুখ ধোয়া এড়িয়ে চলুন।

রাতে ঘুমানোর আগে মেকআপ তুলে মুখ ধুয়ে নিন। শীত মানেই ময়েশ্চারাইজার। তবে এমন ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে, যাতে কোনো ক্ষতিকারক উপাদান নেই। ঘুমানোর আগে মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

প্রতিদিন সকালে, গোসলের পর ও রাতে ঘুমানোর আগে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে শীতের প্রকোপ থেকে মুক্তি মিলবে। আর রুক্ষ ত্বকও হয়ে উঠবে ঝলমলে।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ