আজকের রেসিপি: ফুলকপির মিষ্টান্ন পদ,পায়েস


সকালের সময় : ৩১ ডিসেম্বর, ২০২১ ১০:৩৪ : পূর্বাহ্ণ
আজকের রেসিপি,ফুলকপি, মিষ্টান্ন,পায়েস

লাইফস্টাইল ডেস্ক : স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হলো ফুলকপি। তরকারি থেকে শুরু করে পাকোড়াসহ নানা ধরনের পদ তৈরি করা যায়।

তাছাড়া শীতকালে উপকারী ভোগ্যপণ্যটির দামও অনেক সস্তা। তাই চাইলে যে কেউই সহজে ফুলকপির মিষ্টান্ন পদও খেতে পারবেন।

ফুলকপি দিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন পায়েস। জেনে নিন ফুলকপির পায়েস তৈরির সহজ রেসিপি-

উপকরণ : একটি ফুলকপি, ২ লিটার দুধ, অর্ধেক কাপ ভাঙা বাসমতি চাল, কনডেন্সড মিল্ক আধা কাপ, খেজুরের গুড় আধা কাপ, এলাচ, দারুচিনি গুঁড়া, কাজু, কিশমিশ ও বাদাম।

তৈরি করার পদ্ধতি: প্রথমে ছোট ছোট করে কেটে নিন ফুলকপি। এবার গরম করা দুধে চাল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিন। সেদ্ধ হয়ে এলে আধা লিটার দুধ ও কেটে রাখা ফুলকপি মিশিয়ে আবারও জ্বাল দিন।

সেদ্ধ হয়ে এলে চালের সঙ্গে গুড়, আধা লিটার দুধ, দারুচিনি ও এলাচের গুঁড়া মিশিয়ে দিন। ভালো করে নাড়তে থাকুন। দুধ ঘন হয়ে এলে মিশিয়ে দিন কনডেন্সড মিল্ক।

এবার নাড়তে নাড়তে মিশিয়ে দিন পেস্তা বাদাম কুচি ও কিশমিশ। চাল ও ফুলকপি ভালো করে সেদ্ধ হয়ে গেলে কাজুবাদাম সাজিয়ে পরিবেশন করুন। ব্যাস তৈরি হয়ে গেলো ফুলকপির পায়েস।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ