হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম লাইফ সাপোর্টে


সকালের সময় : ২৮ নভেম্বর, ২০২১ ১২:৩৯ : অপরাহ্ণ
হেফাজতের মহাসচিব লাইফ সাপোর্টে

রাজনীতি ডেস্ক : হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদীকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নূরুল ইসলামকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি দেখে রাত ১টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

এর আগে বিকালে জাতীয় প্রেসক্লাবে হেফাজতের ওলামা-মাশায়েখ সম্মেলনে বক্তব্য রেখেছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নূরুল ইসলাম।

নুরুল ইসলাম জিহাদীর পুত্র মোর্শেদ বিন নূর জানান, হেফাজতের শনিবারের ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়নে গত কয়েকদিন ধরেই তিনি কর্মব্যস্ত ছিলেন। রাতেও ঠিকমতো ঘুমাতে পারেননি।

সম্মেলন শেষে মাদরাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

হেফাজত মহাসচিবে সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস ও তার পরিবার।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ