বৃহস্পতির ‘চাঁদে’ রকেট পাঠাচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’


সকালের-সময় রিপোর্ট  ২৫ জুলাই, ২০২১ ১২:৫০ : পূর্বাহ্ণ

বৃহস্পতির ‘চাঁদ’ খ্যাত উপগ্রহ ইউরোপায় অভিযান চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আগামী কয়েক বছরের মধ্যে এই অভিযান চালানো হবে।

সেই লক্ষ্যে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের সঙ্গে চুক্তি করেছে তারা। চুক্তি অনুযায়ী ইউরোপযাত্রায় ব্যবহার করা হবে স্পেস এক্সের তৈরি ফ্যালকন হেভি রকেট। খবর এএফপির।

২০২৪ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টার থেকে ইউরোপার দিকে যাত্রা করবে ফ্যালকন হেভি। রকেটটি ব্যবহার করতে ইলন মাস্কের সঙ্গে ১৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের চুক্তি করেছে নাসা।

বৃহস্পতির উপগ্রহটি আদতেই জীবন ধারণের জন্য উপযুক্ত কি না তা জানতেই চালানো হবে এ অভিযান। বৃহস্পতি গ্রহের এই চাঁদ পৃথিবী থেকে ৬৩০ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। ধারণা করা হচ্ছে, সেখানে পৌঁছাতে পাঁচ বছরের বেশি সময় লাগবে।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ