বিষয় :

হাজীদের জন্য করোনা টিকা নেওয়া বাধ্যতামূলক


সকালের-সময় রিপোর্ট  ৩ মার্চ, ২০২১ ১১:৩৩ : পূর্বাহ্ণ

এ বছর হজযাত্রীদের জন্য করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে সৌদি আরব সরকার। সৌদির শীর্ষস্থানীয় সংবাদপত্র ওকাজের বরাতে এ খবর প্রকাশ করেছে আরব নিউজ।

এক বিবৃতিতে সৌদির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ হাজিদের জন্য করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন। যেসব ব্যক্তি করোনাভাইরাসের টিকা নেবেন না, তারা হজ পালন করতে অনুমতি পাবেন না। এর আগে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ওমরাহ পালনকারীদের জন্যও করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করেছিল।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যারা ২০২১ সালে হজ পালন করতে চান তাদের টিকা নিতে হবে। কারণ এটা মানবজাতির জন্য যেমন উত্তম, তেমনি অন্য হজ পালনকারীদের করোনা সংক্রমিত হওয়া থেকে রক্ষা করবে।

একটি করোনার টিকাদান কমিটিও গঠন করা হয়েছে যারা পবিত্র স্থানের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় তদারকি করবে। করোনার টিকা না নিলে কাউকে হজ পালন করতে দেওয়া হবে না।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ