বিষয় :

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক রোববার


নিউজ ডেস্ক  ৩০ এপ্রিল, ২০২২ ৫:৫৬ : অপরাহ্ণ

১৪৪৩ হিজরি সালের শাওয়াল মাসের চাঁদ দেখা ও পবিত্র ঈদুল ফিতরে তারিখ নির্ধারণে বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠকটি অনুষ্ঠিত হবে রোববার (১ মে) সন্ধ্যা সাতটায়। শনিবার (৩০ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আরবি বর্ষপঞ্জির চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই শাওয়াল মাসের চাঁদ দেখাতে রোববার বৈঠক ডেকেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এই বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সভাপতিত্ব করবেন।

বাংলাদেশের কোথাও আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন নম্বরে জানাতে অনুরোধ করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।

সকালের-সময়/এমএফ

Print Friendly, PDF & Email

আরো সংবাদ