Warning: Attempt to read property "display_name" on bool in /home11/sokalers/public_html/wp-content/plugins/wordpress-seo/frontend/schema/class-schema-person.php on line 118

Warning: Attempt to read property "user_email" on bool in /home11/sokalers/public_html/wp-content/plugins/wordpress-seo/frontend/schema/class-schema-person.php on line 144

Warning: Attempt to read property "display_name" on bool in /home11/sokalers/public_html/wp-content/plugins/wordpress-seo/frontend/schema/class-schema-person.php on line 151

বিষয় :

বেগম রোকেয়ার জন্মদিন আজ


৯ ডিসেম্বর, ২০১৭ ৭:৩৫ : পূর্বাহ্ণ

সকালেরসময় ডেস্ক :: আজ ৯ ডিসেম্বর, শনিবার বেগম রোকেয়া দিবস। উনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

১৮৮০ সালের এই দিনে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। গুগল ডুডলে আজকের দিনটি উৎসর্গ করা হয়েছে বাঙালি নারী জাগরণের অগ্রদূতের সম্মানে।

বেগম রোকেয়া ১৩৭ তম জন্মদিন উপলক্ষে গুগলের হোমপেজে বিশেষ এ ডুডলটি প্রদর্শন করা হচ্ছে। গুগলের হোমপেজে গেলে আপনি একটি ডুডল দেখতে পাবেন। তাতে দেখবেন সাদা পোশাকে চশমা পরা এক নারী বই হাতে হেঁটে যাচ্ছেন। নিশ্চয়ই চিনতে পারছেন তাকে? তিনি বেগম রোকেয়া।

বিশেষ ডুডলে গুগল আজ তাকে স্মরণ করছে। ওই ডুডলে বেগম রোকেয়ার পেছনে ব্যাকগ্রাউন্ডে ইংরেজিতে গুগল লেখাটিকে ফুটিয়ে তোলা হয়েছে। অন্দরমহলের বাইরে বেগম রোকেয়া ফুল ফুটিয়েছেন সে দৃশ্যটিও গুগল সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।

আজ ৯ ডিসেম্বর তার জন্মদিন। ১৯৩২ সালের এই দিন মারা যান তিনি। দিনটি রোকেয়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page