বিষয় :

বিদেশে যাত্রীদের জন্য ফ্লাইট চালাবে তিন এয়ারলাইন্স


সকালের-সময় রিপোর্ট  ২২ জুলাই, ২০২১ ১১:৩৬ : অপরাহ্ণ

শুক্রবার থেকে শুরু হওয়া লকডাউনের মধ্যে বিদেশে যাওয়া-আসা করা যাত্রীদের জন্য অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করবে তিন এয়ারলাইন্স। নির্দেশনাটি ৫ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে।

শুধু বিদেশগামীদের আন্তর্জাতিক রুটের টিকিট থাকা সাপেক্ষে বিমান বাংলাদেশ, ইউএস-বাংলা ও নভোএয়ারকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার সুযোগ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার বেবিচকের পরিচালক (এয়ার ট্রান্সপোর্টেশন) এ কে এম ফজলুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, এই তিন এয়ারলাইন্স যাত্রী পরিবহনের আগে সেই যাত্রীর আন্তর্জাতিক এয়ারলাইন্সের টিকিট রয়েছে কিনা তা নিশ্চিত করবে। বিমানবন্দরে চেক ইন ও বোর্ডিংয়ের সময় তা পরীক্ষা করে দেখবে।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৩ জুলাই এক চিঠিতে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত অভ্যন্তরীণ সব ফ্লাইট চলাচল বন্ধ রাখার নির্দেশনা জারি করে বেবিচক। তবে বিদেশে যাওয়া-আসা করা যাত্রীদের কথা বিবেচনা করে বিধিনিষেধের এই নির্দেশনা কিছুটা শিথিল করা হলো।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ