Warning: Attempt to read property "display_name" on bool in /home11/sokalers/public_html/wp-content/plugins/wordpress-seo/frontend/schema/class-schema-person.php on line 118

Warning: Attempt to read property "user_email" on bool in /home11/sokalers/public_html/wp-content/plugins/wordpress-seo/frontend/schema/class-schema-person.php on line 144

Warning: Attempt to read property "display_name" on bool in /home11/sokalers/public_html/wp-content/plugins/wordpress-seo/frontend/schema/class-schema-person.php on line 151

বিষয় :

‘বাংলাদেশ-মিয়ানমারের সীমান্ত সুরক্ষায় সড়ক নির্মাণ হবে’


৪ ডিসেম্বর, ২০১৭ ৩:২০ : অপরাহ্ণ

সকালেরসময় ডেস্ক :: বাংলাদেশ-মিয়ানমারের সীমান্ত সুরক্ষার জন্য দ্রুত সীমান্ত সড়ক নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কক্সবাজারের একটি হোটেলে সোমবার বেলা ১১টার দিকে রোহিঙ্গাদের অার্থিক সহায়তা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে দু’দেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ শিগগিরই বাস্তবায়ন হবে।

কাদের বলেন, বাংলাদেশ-মিয়ানমারের সীমান্ত সুরক্ষার জন্য দ্রুত সীমান্ত সড়ক নির্মাণ কাজ শুরু হবে। আর এ কাজ বাস্তবায়ন করবে সেনাবাহিনী।

পরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেওয়া ৮৩ লাখ ২৬ হাজার টাকা ও ওষুধ সামগ্রী জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেনের হাতে তুলে দেন সেতুমন্ত্রী।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, জেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আবদুর রহমান বদি, আশেক উল্লাহ রফিক ও সামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ