Warning: Attempt to read property "display_name" on bool in /home11/sokalers/public_html/wp-content/plugins/wordpress-seo/frontend/schema/class-schema-person.php on line 118

Warning: Attempt to read property "user_email" on bool in /home11/sokalers/public_html/wp-content/plugins/wordpress-seo/frontend/schema/class-schema-person.php on line 144

Warning: Attempt to read property "display_name" on bool in /home11/sokalers/public_html/wp-content/plugins/wordpress-seo/frontend/schema/class-schema-person.php on line 151

বিষয় :

সোনাদিয়ায় জাম্বু বাহিনীর প্রধান জাম্বু বন্ধুকযুদ্ধে নিহত


১৯ নভেম্বর, ২০১৭ ৩:৩০ : অপরাহ্ণ

মহেশখালী প্রতিনিধি :: সোনাদিয়ায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে স্বরাষ্ট মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, সোনাদিয়ার ত্রাস ও জলদস্যু সম্রাট মোকারম হোসেন জাম্বু (৩৮) নিহত হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে সোনাদিয়া দ্বীপে এই ঘটনা ঘটেছে। নিহত জাম্বু সোনাদিয়া পূর্বপাড়ার এখলাছ মিয়ার পুত্র। ঘটনাস্থল থেকে ৪৪ টি অস্ত্র, ১,২১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মেজর রুহুল আমিন জানান, লে. কর্ণেল মিফতাহ উদ্দিন আহমদ এর নেতৃত্বে সোনদিয়ায় অভিযান চালানো হয়। এসময় সেখানে পৌঁছালে র‌্যাব-৭ এর  উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে এলোপাড়াড়ি গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। গোলাগুলির এক পর্যায়ে ‘জাম্বু’ বাহিনীর সদস্য একেরাম মিয়া, আনজু মিয়া, ফারুক, রফিক মিয়া, সরওয়ার, শহব মিয়া ও লুতু মিয়া পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে জাম্বুকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। আহত জাম্বুকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

র‌্যাব সূত্রে  জানা যায়, জাম্বুর নামে কক্সবাজার জেলার বিভিন্ন থানায় ডাকাতি, খুন, ধর্ষণ, চাঁদাবাজিসহ মোট ১২ টি মামলা রয়েছে। মোকাররম হোসেন প্রকাশ জাম্বু র পিতা এখলাছ মিয়া ও একজন কু-খ্যাত ডাকাত ছিলেন। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলে জানান। এ ব্যাপারে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page