ক্যাটারিং সেবার মান বাড়াতে পূর্ব রেলে গোল টেবিল বৈঠক


নিউজ ডেস্ক  ২৬ জানুয়ারি, ২০২৩ ১০:৩৯ : পূর্বাহ্ণ

রেলের ক্যাটারিং সার্ভিসের ১৭ ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছেন পূর্ব রেলের মহাব্যবস্থাপক জিএম জাহাঙ্গীর হোসেন। বৈঠকে রেল যাত্রীদের খাবারের মান বাড়ানো ও যাত্রী সেবার মান বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) পূর্ব রেলের সদর দপ্তর সিআরবি’র কনফারেন্স রুমে ১৭ ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন জিএম জাহাঙ্গীর হোসেনসহ রেলের অন্যান্য কর্মকর্তারা।

ক্যাটারিং সার্ভিস ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো হলো

মেসার্স হাবিব বাণিজ্য বিতান, মেসার্স সিরাজ মিয়া রেলওয়ে ক্যাটারার্স, মেসার্স আব্দুল্লাহ অ্যান্ড কোং, মেসার্স শাহানশাহ ক্যাটারার্স, মেসার্স প্রগতি ক্যাটারার্স, এসএ কর্পোরেশন, বিল্লাহ হোসেন অ্যান্ড ব্রাদার্স, নিউ টিপটপ ক্যাটারার্স, মেসার্স ওবায়দুল হক অ্যান্ড সন্স, শরীফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, টিপটপ ভোজনালয়, শাহ আমানত এন্টারপ্রাইজ, মেসার্স কে আর ক্যাটারার্স, মেসার্স সুরুচি ফাস্ট ফুড, মেসার্স আমজাদ অ্যান্ড সন্স, নূর ট্রেডার্স, মেসার্স ওয়াহ দিকা সার্ভিস, মোহাম্মদী বিল্ডিং।

এছাড়া আন্তঃনগর ট্রেন যাত্রীদের সেবার মান ঠিক রাখা, ট্রেনে পরিবেশন করা খাবারের মান বৃদ্ধি, যাত্রীদের চাহিদা অনুযায়ী খাবার মেন্যু নির্বাচন, বেয়ারাদের পরিপাটি ও পরিচ্ছন্ন পোশাক পড়া ও স্বল্পমূল্যে খাদ্যের তালিকা নির্ধারণের বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়।

এ বিষয়ে (জিএম) জাহাঙ্গীর হোসেন বলেন—ক্যাটারিং সার্ভিসের ওপর রেলওয়ের সুনাম নির্ভর করে। তাই যাত্রী সেবায় যাতে কোনো ধরনের গাফেলতি না হয়, সেদিকে খেয়াল রাখতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পূর্ব রেলের বাণিজ্যিক কর্মকর্তা নাজমুল ইসলাম, প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী অজয় কুমার, অতিরিক্ত চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট জাকির হোসেনসহ অন্যান্যরা।

সকালের-সময়/এমএফ

Print Friendly, PDF & Email

আরো সংবাদ