Warning: Attempt to read property "display_name" on bool in /home11/sokalers/public_html/wp-content/plugins/wordpress-seo/frontend/schema/class-schema-person.php on line 118

Warning: Attempt to read property "user_email" on bool in /home11/sokalers/public_html/wp-content/plugins/wordpress-seo/frontend/schema/class-schema-person.php on line 144

Warning: Attempt to read property "display_name" on bool in /home11/sokalers/public_html/wp-content/plugins/wordpress-seo/frontend/schema/class-schema-person.php on line 151

হাথুরুসিংহেকে চেয়ে বিসিবিকে চিঠি দিল শ্রীলঙ্কান বোর্ড


২৩ নভেম্বর, ২০১৭ ৭:৩০ : পূর্বাহ্ণ

স্পোর্টস রিপোর্ট :: বাংলাদেশ দলের দায়িত্বে আর ফিরছেন না চন্ডিকা হাথুরুসিংহে। পদত্যাগপত্র দিয়েই দিয়েছেন তিনি। ২০১৯ সাল পর্যন্ত চুক্তি থাকলেও বাংলাদেশের কোচের পদে আর চাকরি না করারই চূড়ান্ত সিদ্ধান্ত এই লঙ্কান কোচের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তার অপেক্ষায় আর নেই। তারা নতুন কোচ খুঁজছে। গুঞ্জন শোনা গিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচ হচ্ছেন হাথুরু। এবার সেই গুঞ্জনকে সত্যি করতে কাজ শুরু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। গতকাল বুধবার থেকে তারা হাথুরুসিংহেকে নিয়োগ দেওয়ার কাজ শুরু করেছে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে একটি লিখিত বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি বিসিবিকে জানিয়েছেন যে তারা হাথুরুসিংহেকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। যা শুরু হবে হাথুরুসিংহের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে।

হাথুরুসিংহের সঙ্গে বিসিবির চুক্তির কোনো বাধ্যবাধকতা আছে কিনা তা জানতে চাওয়া হয়েছে পাপনের কাছে পাঠানো ওই লিখিত বার্তায়।

মূলত হাথুরুসিংহেকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বিসিবির কোনো আপত্তি আছে কিনা সেটা জানতে চেয়েই বিসিবিকে লিখিত বার্তা পাঠিয়েছেন তিনি।

নাজমুল হাসান পাপনকে চিঠি দেওয়ার বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান সুমাথিপালা বলেন, ‘আমাদের স্বল্প ও দীর্ঘমেয়াদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে হাথুরুসিংহে হতে পারেন যথাযোগ্য কোচ। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে লিখিত বার্তা পাঠিয়েছি। সেখানে আমি হাথুরুসিংহেকে নিয়ে আমাদের উদ্দেশ্যের কথা উল্লেখ করেছি। আমাদের নির্বাহী কমিটি মনে করে হাথুরুসিংহে শ্রীলঙ্কার কোচ হওয়ার জন্য যোগ্য।’

তিনি আরও বলেন, ‘আমরা শিগগিরই তার সঙ্গে আলোচনায় বসব। আমরা তাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও যথাযথ উপায় মেনে চলতে চাই।’

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page