শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা


স্পোর্টস ডেস্ক  ২৪ এপ্রিল, ২০২২ ৩:৪৮ : অপরাহ্ণ

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে সাকিব আল হাসান ফিরলেও বাদ পড়েছেন সাদমান ইসলাম। অন্যদিকে ইনজুরির কারণে ছিটকে গেছেন তাসকিন আহমেদ।

আগামী ১৫ মে চট্টগ্রামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২৩ মে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট গড়াবে মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

এক নজরে বাংলাদেশ স্কোয়াড:

মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।

সকালের-সময়/এমএফ

Print Friendly, PDF & Email

আরো সংবাদ