টি-টোয়েন্টি বিশ্বকাপ—রাতে ঢাকা ছাড়বে টাইগাররা


সকালের-সময় রিপোর্ট  ৩ অক্টোবর, ২০২১ ২:৩৬ : অপরাহ্ণ

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আজ রোববার রাতে ঢাকা ছাড়বে টাইগাররা। বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ওমানের রাজধানী মাস্কাটের উদ্দেশ্যে আকাশে উড়বে মাহামুদউল্লাহরা।

এই সফরে ১৪ ক্রিকেটার ও ৭ জন অফিসিয়ালসহ মোট ২১ জন দেশ ছাড়বে। বাংলাদেশ দলের সঙ্গে যাচ্ছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। এই দুই জন আইপিএল শেষ করে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হবেন। এছাড়া বাংলাদেশ দলের আগেই বুধবার স্ত্রীকে নিয়ে ওমানে পাড়ি জমিয়েছেন ওপেনার লিটন কুমার দাস। সোমবার এই ওপেনার যোগ দিবেন দলের সঙ্গে।

এই বিষয়ে বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান বাংলাদেশ জার্নালকে বলেন, বিশ্বকাপ উপলক্ষে আজ ২১ জনের সদস্য মাস্কাটে যাবে। এদের ১৪ জন ক্রিকেটার বাকি ৭ জন সাপোর্ট স্টাফ।

এদিকে বিশ্বকাপে যাওয়ার আগে টাইগারদের করোনা পরীক্ষার ফল সবার নেগেটিভ এসেছে। ওমানে পৌঁছে একদিনের কোয়ারেন্টাইন করবে টাইগাররা। আর ওমানে প্রথম অনুশীলন শুরু করবে আগামী ৫ অক্টোবর।

টানা চারদিন অনুশীলন শেষে ৯ অক্টোবর টাইগাররা পাড়ি জমাবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানেও বাংলাদেশ দলকে একদিনের কোয়ারেন্টাইন করতে হবে। এরপর ১১ অক্টোবরই দল নামবে অনুশীলনে। ১২ ও ১৪ অক্টোবর দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাহমুদউল্লাহরা।

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

রিজার্ভ বেঞ্চ: রুবেল হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ