জয়ের স্বপ্ন পূরণে বড় লিডের আশা বাংলাদেশের


স্পোর্টস ডেস্ক  ২৪ ডিসেম্বর, ২০২২ ১০:৫০ : পূর্বাহ্ণ

সাদা পোশাকে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে বধ করে বছরের শুরুটা যেভাবে রাঙিয়েছিল টিম বাংলাদেশ, শেষটাও সেভাবে রাঙাতে চায় তারা, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হারাতে চায় পরাক্রমশালী ভারতকে। এই স্বপ্ন পূরণ করতে স্বাগতিকদের প্রয়োজন বড় লিড। প্রয়োজনটা মেটানোর আশা নিয়েই দ্বিতীয়বার ব্যাট হাতে নেমেছে তারা।

ভালো দিক হচ্ছে, পড়ন্ত বিকালটুকু বাংলাদেশ কাটিয়ে দিয়েছে কোনো উইকেট না হারিয়ে। দুই ওপেনার ৬ ওভার খেলে তুলেছেন ৭ রান, এরপরও অবশ্য ভারতের থেকে ৮০ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করতে হবে স্বাগতিকদের। প্রথম ইনিংসে তাদের ২২৭ রানের জবাবে অতিথি শিবির অলআউট হয়েছে ৩১৪ রানে। ফিল্ডিংটা ভালো হলে আরও কম রানেই বেঁধে রাখা যেত তাদের, সেক্ষেত্রে ম্যাচের নিয়ন্ত্রণ থাকত সাকিব আল হাসানের দলের হাতে।

নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে পারেনি ঠিক, তবে সেটা প্রতিপক্ষের হাতেও তুলে দেয়নি টিম বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে তারা ব্যর্থ না হলে জয়ের দারুণ এক সুযোগই তৈরি হবে। দিন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাইজুল ইসলাম যেমন বললেন, এখানে যেহেতু আমাদের হাতে আরও তিন দিন আছে, সেহেতু চেষ্টা থাকবে যতটা সম্ভব ভালো ব্যাটিং করে ওদের লক্ষ্য যতটা বেশি দেওয়া যায়।

আমরা যদি ৩০০ থেকে ৩৫০ রানের লক্ষ্য দিতে পারি, তাহলে ভালো সুযোগ থাকবে। তাই আমাদের চাওয়া- লক্ষ্য যত বেশি দেওয়া যায়। মিরপুরের উইকেটের যা অবস্থা, তাতে এখানে রান করা মোটেও সহজ কাজ নয়। তাইজুল তাই ভালো খেলার বিকল্প দেখছেন না, ‘উইকেট আমার কাছে এখনও ওরকম খারাপ কিছু মনে হচ্ছে না। উইকেট এখনও স্বাভবিকই আছে। সুতরাং এখন আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।

ম্যাচের এমন পরিস্থিতিতে কী করতে হবে, সেটাও বুঝিয়ে দিলেন এই স্পিনার, ‘উইকেটের আচরণ যেমন দেখা যাচ্ছে, এখানে লাইন-লেংথ খুব গুরুত্বপূর্ণ। (ভারতকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে পাঠিয়ে) বোলাররা যদি লাইন-লেংথ ঠিক রাখতে পারে, তাহলে হয়তো ভালো কিছু আসবে। কিন্তু তৃতীয় দিনে আমাদের ব্যাটিং করতে হচ্ছে, চেষ্টা থাকবে ভালো বলটাকে সমীহ দেখিয়ে খারাপ বলটা খেলা।

এমন টেম্পারমেন্ট দেখিয়ে টাইগার ব্যাটাররা খেলতে পারলে অন্তত আড়াইশ রানের লিড আশা করাই যায়। তাইজুল জানালেন, মিরপুরের উইকেটে এই লিডটাও কোনোভাবে মন্দ হবে না, ‘বাংলাদেশ যদি আড়াইশ রানের লিড নিতে পারে, এটাকে খারাপ বলব না। অবশ্যই ভালো বলব। কেননা আড়াইশ রানের লিড নিতে গেলে আমাদের কাল সারা দিন ব্যাট করতে হবে।

এরপর চতুর্থ এবং পঞ্চম দিনে উইকেট কেমন হবে, সেটাও দেখার বিষয়। তো আমার কাছে মনে হয় না, আড়াইশ রানের লিড খারাপ হবে। তাইজুলের সাফ কথা, দ্বিতীয় ইনিংসে টাইগার ব্যাটাররা যত লম্বা সময় ব্যাট করতে পারবে, দলের জয়ের সম্ভাবনা বাড়বে ততই, ‘খেলার যা পরিস্থিতি, আমরা শুধু কালকের পুরো দিন নয়, পরশুও যদি কিছু সময় ব্যাটিং করতে পারি, তাহলে আরও ভালো।

এই উইকেটটা এমন একটা অবস্থায় আছে, আমরা যত বেশি সময় ব্যাটিং করব, তত ভালো। চেষ্টা থাকবে যতটা সম্ভব পরের দিকে ওদের ব্যাটিং দিতে।’ চলমান টেস্টে দলের প্রত্যাশার কথা তাইজুল জানালেন এভাবে, ‘আমরা সবসময়ই জয়ের আশা দেখছি। ভারতের মতো দলকে হারাতে পারলে তা তো খুবই ভালো লাগার বিষয় হবে। আমরা চেষ্টা করব এবং জেতার জন্যই খেলব।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ