পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২০, আহত ৩ শতাধিক


সকালের সময় বিশ্ব ডেস্ক  ৭ অক্টোবর, ২০২১ ১১:৪০ : পূর্বাহ্ণ

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন অনেকে। হতাহতদের উদ্ধারে অভিযান চলছে। বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার ভোর ৪ টা ১ মিনিটে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এই ভূমিকম্প হয়।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বাড়ি-ঘর ভেঙে পড়ার কারণেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে। ভূমিকম্পে নিহতদের বেশিরভাগই শিশু।

স্থানীয় কর্মকর্তারা বিবিসি উর্দুকে জানিয়েছেন, ভূমিকম্পে কমপক্ষে আরও ১৫০ জন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে অনেককেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে যে, ভূমিকম্পের পর আতঙ্কে অনেক মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ লাঙ্গু জানান, পরিস্থিতি মোকাবিলা ও হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে জরুরি সেবা দল কাজ করছে। এমন পরিস্থিতিতে কোয়েটায় মেডিক্যাল ইমারজেন্সি ঘোষণা করা হয়েছে। জরুরি ভিত্তিতে হাসপাতালগুলোতে চিকিৎসক ও স্টাফদের হাসপাতালে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ