আজারবাইজানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪


সকালের সময় : ১ ডিসেম্বর, ২০২১ ১১:১৯ : পূর্বাহ্ণ
আজারবাইজানে, হেলিকপ্টার, বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজানে প্রশিক্ষণের সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন প্রাণ হারিয়েছে। একই ঘটনায় আরো দুজন আহত হওয়ার খবর জানা গেছে।

মঙ্গলবার প্রশিক্ষণ ফ্লাইট চলাকালীন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। আজারবাইজানি কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে এপি নিউজ।

আজারবাইজানের সীমান্ত রক্ষী বাহিনী ও প্রসিকিউটর জেনারেলের অফিস থেকে যৌথবিবৃতি বলা হয়েছে, আজারবাইজানের সীমান্ত রক্ষী বাহিনীর হেলিকপ্টারটি মঙ্গলবার সকালে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখন নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের সীমান্ত বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘রাষ্ট্রীয় সীমান্ত বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় ১৪ জন নিহত ও দু’জন আহত হয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়, নিহতরা সবাই সামরিক কর্মী। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েব ও তার স্ত্রী মেখরিবান আলিয়েভা।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ