হাইকোর্টে জামিন আবেদন করেছেন ‘শিশু বক্তা’ মাদানি


সকালের-সময় রিপোর্ট  ২২ সেপ্টেম্বর, ২০২১ ২:১৪ : অপরাহ্ণ

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাসহ দুই মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন আটক ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানি। বুধবার তার পক্ষে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী আশরাফ আলী মোল্লা।

তিনি বলেন, রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় ও ময়মনসিংহের গফরগাঁও থানায় দায়ের করা মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছি। গত ১৯ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার জামিনের আবেদন করা হয়েছে। আরেকটি করা হয়েছে গত মাসে।

বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনের শুনানি হতে পারে বলে জানান এই আইনজীবী আশরাফ।

রফিকুল ইসলাম নেত্রকোনা জেলার পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদ্রাসার পরিচালক। তিনি ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিতি। সরকারবিরোধী ও উস্কানিমূলক বক্তব্যের অভিযেগে গত ৭ এপ্রিল রাতে নেত্রকোনা থেকে তাকে আটক করে র‍্যাব।

ডিজিটাল নিরাপত্তা আইনে গত ১১ এপ্রিল তার বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় একটি মামলা হয়। এছাড়া গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় বেশ কয়েকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

এর আগে মার্চে পল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তাকে আটক করা হয়েছিল। সেবার কিছু শর্তে তাকে ছেড়ে দেয়া হয়েছিল।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ