চেক প্রতারণা মামলায় ব্যাংক পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা


নিউজ ডেস্ক  ১৩ সেপ্টেম্বর, ২০২২ ৮:৪৮ : অপরাহ্ণ

ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের (এফএসআইবিএল) আগ্রাবাদ শাখার দায়ের করা ৪০০ কোটি টাকার ২টি চেক প্রতারণা মামলায় ব্যাংকটির সাবেক পরিচালক মোহাম্মদ নুর-উ- নবীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের ৬ষ্ঠ মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ.এম জিয়া হাবীব আহসান। তিনি বলেন, মামলায় বাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিকে সশরীরে হাজির হওয়ার জন্য আদালত কর্তৃক সমন জারির পরও তিনি হাজির হননি।

তাই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করলে আদালত সমন জারি হওয়ায় আসামিকে গ্রেপ্তারপূর্বক আদালতে হাজির করার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন।

জানা গেছে, ২০০ কোটি টাকার চেক প্রতারণার অভিযোগে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের
(এফএসআইবিএল) আগ্রাবাদ শাখার পক্ষে মো. মিজানুর রহমান বাদী হয়ে আদালতে এনআই অ্যাক্টে মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, ২০০ কোটি টাকার চেক প্রতারণার অপর মামলায় আদালতে সমন জারির পরও হাজির না হওয়ায় গত ১১ সেপ্টেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই আদালত।

আসামি নূর-উন-নবী ডবলমুরিং থানাধীন ৯৩২, শেখ মুজিব রোডের, মিঠাগলির মের্সাস আক্তার এন্টারপ্রাইজের মালিত। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার নবীনগর (সাংকি ভাঙ্গা) এলাকায়।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ