কমেছে স্বর্ণের দাম


সকালের-সময় রিপোর্ট  ২৫ নভেম্বর, ২০২০ ৫:২৬ : অপরাহ্ণ

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এখন থেকে ভরিতে দুই হাজার ৫০৮ টাকা কমানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ হাজার ৮০৭ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ৬৮৪ টাকা। অপরদিকে সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম ৫১ হাজার ৬১৪ টাকা দরে বিক্রি করা হচ্ছে। আজ এ তথ্য বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ থেকেই সারা দেশে কার্যকর হচ্ছে নতুন স্বর্ণের দাম। নতুন বিক্রয় মূল্যের সঙ্গে অলংকার তৈরির মজুরিও নির্ধারণ করা হবে। এর সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাটও পরিশোধ করতে হবে।

এদিকে স্বর্ণ ব্যবসায়ীরা জানান, বেশ কিছুদিন ঊর্ধ্বমুখী থাকার পর সম্প্রতি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমায় দেশের বাজারে এর মূল্য সমন্বয় করা হয়েছে।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ