বিষয় :

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন


২৬ মার্চ, ২০২৪ ১২:২০ : অপরাহ্ণ

চট্টগ্রাম, ২৬ মার্চ ২০২৪
গত ২৬ মার্চ, মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ যথাযথ ভাব-গাম্ভীর্য ও বিপুল উদ্দীপনায় দিবসটি উদযাপন করে। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতা, ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর সমবেত কণ্ঠে ধ্বনিত হয় জাতীয় সঙ্গীত। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে জ্ঞানগর্ভ বক্তব্য উপস্থাপন করে নাজিফা মালাইকা নামরিন (১০ম, খ), আজমাইন আহসান (১০ম, ক) ও বাংলা বিষয়ের প্রভাষক জনাব আনন্দ কুমার বিশ্বাস। কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ লে: কর্নেল মোঃ গোলাম মোর্শেদ, পিএসসি। সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মহোদয় প্রথমেই গভীর শ্রদ্ধায় স্মরণ করেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আরো স্মরণ করেন সকল শহিদ ও যুগ যুগ ধরে বাঙালিদের অনুপ্রেরণা দানকারী বীর সন্তানদের। তিনি বলেন, সাহসী জননী বাংলার অকুতোভয় ও একনিষ্ঠ দেশপ্রেমিক সন্তানদের মাতৃভূমির প্রতি অগাধ ভালোবাসাই পাকিস্তানি জান্তা-বাহিনীকে করে ফেলে কোণঠাসা। বর্তমান প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহিদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ মাতৃকার সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করেন।

আরো সংবাদ